বজলুর রশীদ

  ০৬ অক্টোবর, ২০১৮

শরৎ রূপের শোভা

ঋতুর রানি শরৎ এলো

আমার বাংলাদেশে

সাদা মেঘের ভেলায় চড়ে

যাচ্ছে হেসে হেসে।

গাঁও-গেরামের কাশফুলে ওই

হাসছে নদীর কূল-

বিলে-ঝিলে শাপলা ফোটে

হাসে শিউলি ফুল,

নীল আকাশে মেঘ হেসে যায়

আলো-ছায়ার বেশে।

সবুজ শ্যামল বনটা দেখে

দুচোখ ভরে যায়

কিচিরমিচির সুর তুলিয়ে

পাখপাখালি গায়

এ রূপ শুধু দেখি এখন

শরৎ পরিবেশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close