কে এইচ মাহাবুব

  ২৯ সেপ্টেম্বর, ২০১৮

শরতের আগমন

বর্ষা গেল কেঁদে কেঁদে

ফসল গেল ভেসে,

শরৎ এলো হেসে হেসে

সবকে ভালোবেসে।

বর্ষা গেল ডুবিয়ে ঘর

মরল গরু ছাগল,

সেই শোকেতে বড় চাচা

হয়ে গেল পাগল।

শরৎ এসে সান্ত¦না দেয়

কানে কানে বলে,

দুঃখ সবই ধুয়ে দেব

আমার সুখের জলে।

বড় চাচা হাসে তখন

বের করে তার দাঁত,

সবাই তখন দৌড়ে পালায়

ভয়ে কাটায় রাত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close