আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি, ২০১৮

পাকিস্তানি বন্দিকে মুক্ত করতে কাশ্মীরে হাসপাতাল তছনছ

সন্দেহভাজন সশস্ত্র জঙ্গিরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি হাসপাতালে হামলা চালিয়ে সেখান থেকে একজন কয়েদিকে নিয়ে পালিয়ে গেছে। ২০১৪ সাল থেকে জেলখানায় থাকা ওই কয়েদিকে হাসপাতালে নেওয়া হয়েছিল স্বাস্থ্য পরীক্ষার জন্য। গত মঙ্গলবারের ওই হামলায় দুজন ভারতীয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। কোনো বেসামরিক ব্যক্তি বা হাসপাতাল-কর্মী হতাহতের খবর নেই।

পুলিশ বলছে, পালিয়ে যাওয়া কয়েদি নাভিদ জাটের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সাবেক কমান্ডার ছিলেন জাট।

পুলিশের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, শ্রীনগরের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে চেকআপের জন্য ছয়জন বন্দিকে নেওয়া হয় এবং তাদেরই একজন ছিলেন নাভিদ।

এই দলের মধ্যে তিনি ছিলেন একমাত্র পাকিস্তানি নাগরিক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist