কূটনৈতিক প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৮

সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ : রাষ্ট্রদূত

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক সাংবাদিকদের আরো বলেন, নভেম্বরের শেষ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন বিষয়ে অভিজ্ঞ দুজন প্রতিনিধি বাংলাদেশে পাঠাবে। তারা রাজনৈতিক পরিবেশ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। জনবহুল বাংলাদেশে একই দিনে ৩০০ আসনে নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একই দিনে এত মানুষের ভোট একটা বড় চ্যালেঞ্জ। তবে এদেশে এই চর্চাটা আগে থেকেই রয়েছে। তিনি জানান, নির্বাচনে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে ইইউ তা কূটনৈতিকভাবে করতে প্রস্তুত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close