বিনোদন প্রতিবেদক

  ২০ জুলাই, ২০১৯

‘সবার একটা গল্প থাকে’

তিশা, মায়া ও নাইম তিন বন্ধু। হঠাৎ করেই তারা প্ল্যান করে নেপালে আসবে। মায়া ও নাইমের কোনো ঝামেলা না থাকলেও তিশা পারিবারিক বাধার সম্মুখীন হয়। তিশার পরিবার বেশ রক্ষণশীল। বন্ধুবান্ধবের সঙ্গে ঢাকার বাইরে যেতে দিতেই তারা নারাজ। সেখানে তো দেশের বাইরে যেতে দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে তিশার বিয়ে ঠিক হয়েছে। তাই তিশা ও মায়া মিলে তিশার বাবাকে কনভিন্স করে যাওয়ার জন্য। কারণ বিয়ের পরে তো আর বন্ধুদের সঙ্গে এভাবে কোথাও যাওয়া হবে না। তিশার বাবা তাই যাওয়ার অনুমতি দেন। তিশা ও মায়ার সঙ্গে বাজি ধরে নাঈম বিদেশি এক তরুণীর সঙ্গে খাতির জমিয়ে ফেলে। তা দেখে মায়া মজা পেলেও তিশা রেগে যায়।

নাইম কেন বিদেশি মেয়েদের সঙ্গে ফ্ল্যার্ট করে? নাইমের অকপট জবাব, সে বিদেশি বিয়ে করে বিদেশে চলে যাবে। ধনী হবে। ধনী হয়ে কী হবে? নিজের উপার্জনে ধনী হলে সুখ পাওয়া যায়। অন্যের ধনে পোদ্দারি করে সুখ আসে না। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে ‘সবার একটা গল্প থাকে’ শিরোনামের এক টেলিফিল্মের দৃশ্যপট। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। অভিনয় করেছেন সজল, অপর্ণা, কল্যাণ কোরাইয়া, মাহা ও একটি বিশেষ চরিত্রে অর্ষা। নির্মাতা সূত্রে জানা গেছে, আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close