reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০১৭

স্ট্যামফোর্ডে সাংবাদিকতা বিভাগে নতুন কোর্স চালু

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে নতুন একটি কোর্স চালু করা হয়েছে। গত শনিবার বিশ্ববিদ্যালয়টির ধানম-ির ক্যাম্পাসে ‘দ্য আর্ট অব প্রেজেন্টেশন ফর রেডিও, টেলিভিশন অ্যান্ড স্টেজ’ নামে একটি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান ও সামিট গ্রুপের পিআর এবং মিডিয়া বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম।

সামিয়া রহমান বলেন, উপস্থাপকের জন্য আত্মবিশ্বাস থাকা অনেক বেশি জরুরি এবং সেই বিশ্বাস নিয়েই তাকে এগিয়ে যেতে হবে। আধুনিক সাংবাদিকতার কাঠামোতে একজন সাংবাদিককে সব বিষয়ে অভিজ্ঞ হতে হবে। শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, জীবনের সব ক্ষেত্রেই উপস্থাপনা করতে হয়। যা অল্প কথায় বোঝানোর চেষ্টা করতে হয়। এই কোর্সটি শুধু সাংবাদিকতায় নয়, জীবনের সব ক্ষেত্রে দারুণভাবে প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আবদুল মান্নান বলেন, আধুনিক সাংবাদিকতা শেখানোর জন্যই এমন একটি কোর্স চালু করা হয়েছে। এটি শিক্ষার্থীদের আরও সাবলীল করে তুলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ, উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist