reporterঅনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট, ২০১৮

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) ৩১ জুলাই মঙ্গলবার তেজগাঁওয়ের বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে বাংলা বিভাগে ভর্তি হওয়া ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় থেকে আসা ১৫ জন চীনা শিক্ষার্থীর নবীনবরণ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূতের সহধর্মিণী ম্যাডাম ইয়ান উয়েনছুন। সম্মানিত অতিথির বক্তব্য দেন এসইইউ বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি সদস্য এম. কামালউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ভাষা ও সংস্কৃতি অনুষদের উপ-ডিন অধ্যাপক ড. লু ফাং এবং চীনা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিস. ফান সাওরং। উপস্থিত ছিলেন চীনা দূতাবাস ও চীনা অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, এসইইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। আলোচনা পর্ব শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close