reporterঅনলাইন ডেস্ক
  ২২ মে, ২০১৮

আইইউবিতে রবীন্দ্র উৎসব উদযাপন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও সাংস্কৃতিক সংগঠন সাধনার যৌথ আয়োজনে ‘আলোর পানে প্রাণের চলা’ শীর্ষক দুদিনের রবীন্দ্র উৎসব ১১-১২ মে, ২০১৮ আইইউবি অডিটোরিয়াম, বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ, সাংস্কৃতিক সংগঠন সাধনার শিল্পনির্দেশক ও প্রখ্যাত নৃত্যশিল্পী লুবনা মরিয়ম এবং বিশিষ্ট সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। সমাপনী বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

দুদিনের এই উৎসবে দলগত নৃত্য পরিবেশন করেন নাচের দল কল্পতরুর শিল্পীরা। সমবেত সংগীত পরিবেশন করেন গানের দল উড্ডয়নের শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন শিল্পী সামিনা হোসেন প্রিমা, মৌ দাস, মুনমুন আহমেদ ও আবু নাঈম। দুই প্রজন্মের শিল্পী সালমা আকবর ও সুবাহ আকবর গেয়ে শোনান নিজ নিজ প্রজন্মের গান। রবীন্দ্রনাথের গান আর কবিতা থেকে দ্বৈত পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা ও নির্ঝর চৌধুরী। রবীন্দ্রনাথ-নজরুলের দ্বৈত পরিবেশনা ছিল শিল্পী শারমিন সাথী ইসলাম ময়না ও জীবন চৌধুরীর কণ্ঠে। কবিগুরুর বাউল ধারার গানগুলো গেয়ে শোনান শিল্পী তানজিনা তমা ও মেহনাজ করিম। দুদিনের এই উৎসবে আইইউবির ট্রাস্টিবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist