আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ মে, ২০১৯

তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিজেপির নিন্দা কংগ্রেসের

আর মাত্র এক দফার ভোটগ্রহণ বাকি। তারপরই ভোটের ফল এবং নতুন সরকার গঠনের সমীকরণ শুরু। তার আগে গতকাল বৃহস্পতিবার দিল্লি থেকে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধোনা করলেন।

কলকাতায় অমিত শাহের রোড শোয়ে হাঙ্গামা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য কংগ্রেস শীর্ষ নেতৃত্ব গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদি, অমিত শাহের নীতির দিকেই আঙুল তুলেছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজে মুখ না খুললেও দলের অন্য শীর্ষ নেতারা বিজেপির নিন্দায় সরব হন। প্রথমে আহমেদ পাটেল, তারপর দলের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা, এরপর এআইসিসির মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করে অভিষেক মনু সিঙ্ঘভি বিজেপির নিন্দায় মুখর হন। কংগ্রেসের অভিযোগ, মোদি-শাহ মুখে কেন্দ্র-রাজ্য সহযোগিতার কথা বলেন। কিন্তু মোদি সরকারের সত্যতা হলো যুক্তরাষ্ট্রীয় ফ্যাসিবাদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close