আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ অক্টোবর, ২০১৮

সেপ্টেম্বরে নিহত হয়েছে ৪২ সৌদি সেনা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের পাল্টা হামলায় সেপ্টেম্বর মাসে সৌদি আরবের অন্তত ৪২ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম সীমান্তে এসব সেনা নিহত হয়। সৌদি আরবের সামাজিক যোগাযোগ কর্মীদের বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জিজান, নাজরান ও আসির প্রদেশে সেপ্টেম্বর মাসে সৌদি আরবের ৪২ জন সেনা নিহত হয়েছে। এ ছাড়া ইয়েমেনিদের হামলায় আহত হয়েছে ২৪ সেনা। তবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ বলেছে, ইয়েমেনের যোদ্ধা ও সেনাদের হাতে মাত্র ৩২ সেনা নিহত হয়েছে।

সৌদি সেনা নিহতের সর্বশেষ এ সংখ্যা প্রকাশের পর চলতি বছরের নয় মাসে মোট সৌদি সেনা নিহতের সংখ্যা দাঁড়াল ৪৬৭ জনে। এ ছাড়া আহত হয়েছে ২৯৩ জন সৌদি সেনা। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক অনুগত দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। আগ্রাসনে এ পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইয়েমেন। তবে সৌদি আগ্রাসনের বিষয়ে হাতে গোনা দু-একটি দেশ বাদে বিশ্বের প্রায় সব দেশ নীরব রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close