আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

পাকিস্তানে প্রথম নারী প্রধান বিচারপতি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি তাহিরা সাফদার। দেশটির হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শনিবার তিনি এ শপথ নেন। বেলুচিস্তানের গভর্নর হাউসে তার শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

১৯৮২ সালে বেলুচিস্তান প্রদেশের দেওয়ানি আদালতের প্রথম বিচারক হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েন তাহিরা সরফদার। বর্তমানে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগের বিচারে গঠিত একটি বিশেষ আদালতের সদস্য। ২০০৭ সালের ৩ নভেম্বর পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন মুশাররফ। এ ঘটনায় তার বিরুদ্ধে দেশদ্রোহিতার বিচার চলছে তিন সদস্যের এ আদালতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close