আন্তর্জাতিক ডেস্ক

  ৩১ মার্চ, ২০১৮

সিরীয় কুর্দিদের সঙ্গে তুরস্কের মধ্যস্থতার প্রস্তাব ফ্রান্সের

সিরিয়ার উত্তরে যুদ্ধরত তুর্কি বাহিনী ও কুর্দি গেরিলাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কুর্দি প্রভাবিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর ফ্রান্স এ প্রস্তাব দেয় বলে জানিয়েছে বিবিসি। এসডিএফের ভেতরেই কাজ করে সিরীয় কুর্দিদের গেরিলা সংগঠন ওয়াইপিজি, যাদেরেকে তুরস্ক তাদের দেশে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বর্ধিতাংশ বলে দাবি করে আসছে। কুর্দি এ গেরিলাদের ‘নিশ্চিহ্ন করতেই’ সীমানা টপকে চলতি বছরের জানুয়ারি থেকে কুর্দি অধ্যুষিত উত্তর সিরিয়ায় অভিযান শুরু করে আঙ্কারা। এরই মধ্যে আফরিনের বিরাট অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও দাবি করেছে তারা। ম্যাক্রোঁ বলেছেন, তিনি তুরস্কের সঙ্গে কুর্দি গেরিলাদের আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে এসডিএফের ভূমিকা ও ত্যাগের কথাও ফরাসী প্রেসিডেন্ট স্মরণ করেছেন বলে তার দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist