আন্তর্জাতিক ডেস্ক

  ২১ জানুয়ারি, ২০১৮

কুলভূষণকে অপহরণ করতে জঙ্গি ভাড়া করেছিল পাকিস্তান

পাকিস্তানের হাতে ধরা পড়েনি, পাক গুপ্তচর সংস্থা আইএসআই ইরান থেকে অপহরণ করিয়েছিল কুলভূষণকে। এমনই বিস্ফোরক তথ্য হাতে এসেছে ভারতের। বেলুচিস্তানের এর বিদ্রোহী নেতা মামা কাদির। সেখানে একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে মামা কামার বলেছেন, ইরান থেকে কুলভূষণকে অপহরণ করাতে জঙ্গি ভাড়া করেছিল আইএসআই। মোল্লা ওমর বেলুচ ইরানি নামে এক জঙ্গিকে এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছিল। ভয়েস অব মিসিং বেলুচস সংগঠনের সহসভাপতি কাদির বোলুচ জানিয়েছেন, এই তথ্য তিনি পেয়েছেন তার এক সহযোদ্ধার কাছ থেকে। তার দলের সেই কর্মী নাকি সচক্ষে কুলভূষণকে অপহরণ হতে দেখেছেন। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ইরানের চাবাহার বন্দর থেকে কুলভূষণের হাত-পা, চোখ বেঁধে একটি ভ্যানে তোলা হয়েছিল। সেখান থেকে ইরান-বেলুচিস্তানের সীমান্ত শহর মাশকেলে নিয়ে যাওয়া হয়েছিল কুলভূষণকে। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেলুচিস্তানের রাজধানী কোয়েট্টায়। তারপরে ইসলামাবাদে।

শুধু কুলভূষণই নয় বেলুচিস্তানে পাকিস্তানের বিরোধিতায় যারা আন্দোলন করছেন তাদের অনেককেই অপহরণ করিয়েছে আইএসআই।

পাকিস্তান কিন্তু দাবি করেছিল বালুচিস্তান থেকেই গেফতার করা হয়েছিল কুলভূষণকে। সেখানে নাকি তিনি ভারতের হয়ে চরবৃত্তি করছিলেন। যদিও ভারতের দাবি প্রাক্তন এই নৌ-?কর্মকর্তা ইরানে ব্যবসা করতেন।

কাদিরের দাবি কুলভূষণ কোনো দিনই বেলুচিস্তানে নিজে আসেননি। তাকে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল। ??

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist