সিলেট প্রতিনিধি

  ১১ ডিসেম্বর, ২০১৮

সিলেটের ৬টি আসনে লড়বেন ৪০ প্রার্থী

আসনপ্রতি ৭ প্রার্থী সবচেয়ে বেশি সিলেট-১ আসনে, কম সিলেট-৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনে ৪০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলাম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এসব প্রার্থীদের মধ্যে ৩৯ জন দলীয় প্রতীক এবং স্বতন্ত্র হিসেবে সিংহ প্রতীক পেয়েছেন একজন।

জানা গেছে, জেলার ছয়টি আসনে মোট ভোটার ২২ লাখ ৫৪ হাজার ৩১৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৫০ হাজার ৪১০জন। নারী ভোটার ১১ লাখ ৩ হাজার ৯৪৪জন। এদিকে ছয়টি আসনে ৬৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও মূল লড়াইয়ে টিকে থাকেন ৪০ প্রার্থী। গড় অনুসারে সিলেটের প্রতিটি আসনে ৬.৬৬ জন প্রার্থী রয়েছেন। তন্মধ্যে সিলেট-১ আসনে রয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক ১০ জন প্রার্থী। আর সবচেয়ে কম সংখ্যক চারজন প্রার্থী আছেন সিলেট-৬ আসনে।

এদিকে, প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রতীক পেয়েই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতে যান সিলেট-৩ আসনে আ.লীগের প্রার্থী মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ অন্য প্রার্থীরা। পরে তারা শাহপরান (র.) মাজারও জিয়ারত করেন।

প্রত্যাহার শেষে ভোটের মাঠে লড়বেন সিলেট-১ আসনে ১০ জন, সিলেট-২ আসনে ৭ জন, সিলেট-৩ আসনে ৬জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে আটজন এবং সিলেট-৬ আসনে চারজন।

জেলার ৬টি আসনে প্রতীক বরাদ্দ পাওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন, সিলেট-১ আসনে আ.লীগের ড. একে আব্দুল মোমেন (নৌকা), বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল)।

সিলেট-২ আসনে মহাজোটের ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), বিএনপির তাহসীনা রুশদীর লুনা (ধানের শীষ), খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী (দেওয়াল ঘড়ি)। সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী (নৌকা), বিএনপির শফি আহমদ চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির উছমান আলী (লাঙ্গল)।

সিলেট-৪ আসনে আ.লীগের ইমরান আহমদ (নৌকা), বিএনপির দিলদার হোসেন সেলিম (ধানের শীষ), জাতীয় পার্টির আহমেদ তাজ উদ্দিন তাহ রহমান (লাঙ্গল)। সিলেট-৫ আসনে আ.লীগের হাফিজ আহমদ মজুমদার (নৌকা), ঐক্যফ্রন্টের উবায়দুল্লাহ ফারুক (ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল)।

সিলেট-৬ আসনে আ.লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), বিএনপির ফয়সল আহমদ চৌধুরী (ধানের শীষ), বিকল্প ধারা বাংলাদেশের শমসের এম চৌধুরী (কুলা) প্রতীক পেয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close