reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০১৭

লাপাজ জয়ের মিশনে মাঠে নামছে আর্জেন্টিনা

গত সাত ম্যাচে দুই দলের মুখোমুখি লড়াইয়ে একবারও হারেনি আর্জেন্টিনা। চার ম্যাচে জয় পেয়েছে মেসির দল। তবে ২০১৩ সালে বলিভিয়ার মাঠে খেলতে গিয়ে অবশ্য জয় পায়নি। ম্যাচটি ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।

বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে দুই দলের সাক্ষাতে জিততে পারেনি কোনো দলই। ঘরের মাঠে আর্জেন্টিনাকে রুখে দিয়েছিল বলিভিয়া। আর্জেন্টিনার বিপক্ষে বলিভিয়া সর্বশেষ জয় পেয়েছিল ২০০৯ সালে। লাপাজের এস্তাদিও হারনান্দো সিলেসে আর্জেন্টিনাকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল বলিভিয়া।

লাপাজের এই মাঠেই আজ আবার মুখোমুখি হবে আর্জেন্টিনা-বলিভিয়া। বাংলাদেশ সময় রাত ২টায় গড়াবে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

লাপাজ জয়ের মিশন নিয়েই নামবে আর্জেন্টিনা। দলীয় কোচ এদগার্দো বাউজার মুখে ফুটে উঠল সে কথাই, ‘আমরা লাপাজে জিততে চাই। কিন্তু আমরা জানি, ম্যাচটি আমাদের জন্য সহজ হবে না। কঠিন কন্ডিশনে খেলতে হবে। কন্ডিশনের কথা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা আঁটতে হবে।’

প্রতিপক্ষ বলিভিয়াকে সমীহ করছেন আর্জেন্টিনা কোচ বাউজা। বলেন, ‘বলিভিয়া দলে অনেক ভালো খেলোয়াড় আছে। ঘরের মাঠে প্রতিপক্ষকে ভোগায়। সাবধানেই পা ফেলতে হবে। তবে আজেন্টিনা সব সময় জয়ের জন্যই মাঠে নামে।’

আর্জেন্টিনার জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাউজার দল। মেসিদের সংগ্রহ ২২ পয়েন্ট। শীর্ষে থাকা ব্রাজিলের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের পুঁজি ২৩। তিন দলই খেলে ফেলেছে ১৩টি করে ম্যাচ।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাপাজ,জয়,আর্জেন্টিনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist