reporterঅনলাইন ডেস্ক
  ১৯ মার্চ, ২০১৮

'নাগিন' নাচের রহস্য ফাঁস করলেন মুশফিক

ক্রিকেটার মুশফিকুর রহীমকে কম বেশি সবাই চেনেন। জানেন তার আচরণ সম্পর্কেও। আর জানেন বলেই শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির প্রথম ম্যাচ জেতার পর যেভাবে তিনি নাচলেন তাতে অবাকই হয়েছিলেন সবাই। এই মুশফিককে অপরিচিত ঠেকেছে অনেকের কাছে। হঠাৎ কেন তিনি এমন 'নাগিন নাচ' নেচে জয় উদযাপন করলেন প্রশ্ন সবার মনেই। আর সে প্রশ্নটাই সোমবার করা হয় মুশফিককে। বাংলাদেশ দল তখন ফিরেছে শ্রীলঙ্কার মিশন শেষ করে। এমন দারুণ একটা ম্যাচ জয়ের পর সেই নাচ ভেতর থেকেই চলে এসেছিল বলে জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচ। টাইগার বোলারদের বেদম পিটুনি দিয়ে ২১৪ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। অনেকেই ভেবেছিলেন সে রানের চাপেই পিষ্ট হবেন টাইগাররা। কারণ, টি-টুয়েন্টিতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানই তখন পর্যন্ত ১৯৩। রান তাড়ায় আরও অনেক কম। কিন্তু শুরু থেকেই দাপট দেখিয়ে উল্টো ম্যাচ জিতে নেয় বাংলাদেশই। রেকর্ড গড়ে। সেই ম্যাচে তুলির শেষ আঁচরটা দেন মুশফিক। হার না মানা ৭২ রানে ইনিংসে দলকে জয় এনে দিয়ে মাঠেই উদযাপন করেন নাগিন নাচ নেচে। ওই ছবি ভাইরাল এরপর।

সেদিনের নাগিন নাচের ব্যাখ্যাটা মুশফিক দিলেন এভাবেই, 'প্রত্যেকটা ম্যাচই ভিন্ন। প্রতিটা ম্যাচেরই ভিন্ন পরিস্থিতি, ভিন্ন রকম অনুভূতি থাকে। এমন একটা ম্যাচ জেতার পর...শেষ পর্যন্ত কেউ ভাবেনি ওই ম্যাচটা আমরা জিততে পারবো। এগুলো আসলে বলে কয়ে আসে না। এটাতো শুধু একটা উদযাপন। হতেই পারে।'

লঙ্কানদের বিপক্ষে এর আগে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ২ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। টেস্ট এবং ওয়ানডেতেও পেরে ওঠেনি। জেদটা তাই বাড়তিই ছিল। এছাড়াও শ্রীলঙ্কার বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সম্পর্কটা ভালো ছিল না মুশফিকের। বাংলাদেশের কোচ থাকাকালীন সময়ে হাথুরু নানা দ্বন্দ্বে জড়িয়েছেন মুশফিকের সঙ্গে। দল থেকে মুশফিককে বাদও দিতে চেয়েছিলেন অনেকবার। তাই তার দলের বিপক্ষে এমন একটা ইনিংস খেলে জয় তুলে নেওয়ার পর নিজেকে কিভাবে আটকাবেন মুশফিক! নাগিন নাচ ভেতর থেকে এমনি চলে এসেছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাগিন নাচ,রহস্য,ফাঁস,মুশফিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist