reporterঅনলাইন ডেস্ক
  ১৬ জানুয়ারি, ২০২০

ডিজিটাল মেলার দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস

ডিজিটাল বাংলাদেশ মেলায় যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য শাটল বাস সার্ভিস চালু করছে মেলা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, ঢাকার উত্তরা, মালিবাগ, মতিঝিল, আজিমপুর ও মিরপুর থেকে প্রতিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় বাসগুলো মেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে। মেলা শেষে দর্শনার্থীদের নিয়ে রাত ৮টায় বাসগুলো আবার ফিরতি রুট ধরবে।

উত্তরা রুটে প্রতিদিন সকাল ১০টা ও বেলা ১টায় বাস ছাড়া হবে আবদুল্লাহপুর থেকে। এরপর জসিমউদ্দীন, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড ও মহাখালী হয়ে বাসটি মেলার ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছাবে।

মালিবাগ রুটে মালিবাগ থেকে ছেড়ে রামপুরা, বনশ্রী, নতুন বাজার ও যমুনা ফিউচার পার্ক হয়ে বাসগুলো মেলা কেন্দ্রে আসবে।

একইভাবে মতিঝিল শাপলা চত্বর থেকে ছেড়ে দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বিটিআরসি, বিটিসিএল, ফার্মগেট হয়ে শাটল বাস মেলা স্থলে আসবে।আজিমপুর রুটে নিউমার্কেট, সাইন্সল্যাব, জিগাতলা, শংকর, ধানমণ্ডি-২৭ ঘুরে বাস পৌঁছাবে মেলাকেন্দ্রে।

মিরপুর রুটে বাস ছাড়বে মিরপুর ১২ থেকে। এরপর মিরপুর ৬, ঢাকা কমার্স কলেজ, সনি সিনেমা হল ও কাজীপাড়া হয়ে বাসটি মেলার ভেন্যু বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছাবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিজিটাল বাংলাদেশ মেলা,ডিজিটাল মেলা,শাটল বাস সার্ভিস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close