reporterঅনলাইন ডেস্ক
  ২৯ ডিসেম্বর, ২০১৯

ঢাকা সিটি নির্বাচন

উত্তরে জাপার প্রার্থী কামরুল, দক্ষিণে মিলন

ঢাকার ২ সিটি নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনকে মেয়র পদের জন্য মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।

রোববার দুপুরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সেক্রেটারি শফিকুল ইসলাম সেন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির প্রেসিডিয়াম সদস্য মিলন বিগত সিটি করপোরেশন নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর জিএম কামরুল ইসলাম গত ২৪ ডিসেম্বর জাপায় যোগদান করেন। তিনি বাংলাদেশ গলফ ক্লাবের প্রেসিডেন্ট এবং গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ছিলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একাধিক সভায় বলেছেন, আমরা এককভাবে ভোটের প্রস্তুতি নিচ্ছি। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রস্তাব এলে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে।

পার্টি সূত্র জানিয়েছে, জাপা একটি মেয়র দাবি করবে। না হলে শেষ পর্যন্ত কিছু কাউন্সিলর আদায় করতে চাইবে।

এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। উত্তরে আতিকুল ইসলাম এবং দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপসকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাপা,মেয়র প্রার্থী,কামরুল ইসলাম,সাইফুদ্দিন আহমেদ মিলন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close