reporterঅনলাইন ডেস্ক
  ২৮ ফেব্রুয়ারি, ২০২০

বিদ্যুতের পর এবার বাড়ল পানির দাম

পাইকারি, খুচরা ও সঞ্চালণ তিন ক্ষেত্রেই বিদ্যুতের দাম বাড়ানোর পর এবার পানির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। বিদ্যুতের দাম বৃদ্ধির এক দিন পর শুক্রবার ঢাকা ওয়াসা আবাসিক ও বাণিজ্যিক উভয় ব্যবহারকারীদের জন্য পানির দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির দাম আবাসিক গ্রাহকদের জন্য ১১ টাকা ৫৭ পয়সার পরিবর্তে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। দাম বেড়েছে ২৪ দশমিক ৯৭ শতাংশ।

অন্যদিকে, বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে দাম বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। প্রতি ইউনিট পানির দাম বর্তমানের ৩৭ দশমিক ০৪ টাকা থেকে হয়েছে ৪০ টাকা।

আর চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার আবাসিক পানির দাম ৯ টাকা ৯২ পয়সার স্থলে নির্ধারণ করা হয়েছে ১২ টাকা ৪০ পয়সা। বাণিজ্যিক প্রতি হাজার লিটার পানির দাম ২৭ টাকা ৫৬ পয়সার স্থলে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়েছে।

নতুন দাম আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পানির দাম বাড়ানো বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, পাম্পগুলো চালানোর খরচের বড় একটা অংশই যায় বিদ্যুতের পেছনে। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ায় পাম্প চালানোর খরচ সমন্বয়ে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, ওয়াসা গত ৮ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো পানির দাম বৃদ্ধি করলো।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকা ওয়াসা,ওয়াসা কর্তৃপক্ষা,পানির দাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close