reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০২০

প্রসিকিউটর মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনাল থেকে অপসারণ

শৃঙ্খলা ও পেশাগত আচরণবিধি ভঙ্গ এবং অসদাচরণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে অপসারণ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে রোববার তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি হয়। তিনি ২০১১ সালের ৫ অক্টোবর প্রসিকিউটর হিসেবে ট্রাইব্যুনালে নিয়োগ পেয়েছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর ২০১৬ সালে তাকে মামলা পরিচালনার দায়িত্ব থেকে সরানো হয়েছিল। এরপর ওই বছরের ফেব্রুয়ারিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তখন এক নোটিসে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছিল, প্রসিকিউটর মোহাম্মদ আলীকে আলবদরের শামসুল হক গং ও হোসেন তরফদারসহ ট্রাইব্যুনালের অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম থেকে জনস্বার্থে প্রত্যাহার করা হল।

উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর যুদ্ধাপরাধ মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অপসারণ করা হয়।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রসিকিউটর মোহাম্মদ আলী,ট্রাইব্যুনাল,অপসারণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close