reporterঅনলাইন ডেস্ক
  ২০ নভেম্বর, ২০১৯

মাদকের মামলায় আসিফের জামিন

মাথার সমস্যার কারণে মাঝে মাঝে কণ্ঠশিল্পী আসিফ আকবরকে মদ পান করতে হয়। বুধবার মাদক মামলায় আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসিফ আকবর। মামলার শুনানিতে আদালতকে এমনটাই জানিয়েছেন আসিফ।

শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

আসিফ আকবর আদালতকে জানান, আমার নির্দিষ্ট পরিমাণ মদ গ্রহণ করার জন্য অনুমোদন আছে। সেই বিষয়ে লাইসেন্স নিয়েছি। প্রতিবছর সরকারকে ট্যাক্স দেই। মাথায় সমস্যার (ঘাড়ের পেছনের দিকে পেইন) কারণে এটা মাঝে মধ্যে গ্রহণ করতে হয়। এ বিষয়ে মেডিক্যালের পরামর্শ নেওয়া হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী শুনানিতে বলেন, মাদক মামলায় মাত্র চার বোতল মদ উদ্ধার হয়েছে। মেডিক্যাল গ্রাউন্ডে নির্দিষ্ট পরিমাণ মদ পানের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আসামির ইনজুরি থাকায় মেডিক্যাল গ্রাউন্ডে সীমিত পরিমাণ মাদক গ্রহণ করতে পারবেন। এছাড়া ঘটনার এক বছর পর এফআইআর দায়ের করা হয়েছে। চার্জশিটে অনেকটাই গরমিল করা হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর আসিফের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক জামাল হোসেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাথা ব্যথা,পেইন,আসিফ আকবর,জামিন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close