আদালত প্রতিবেদক

  ১৩ অক্টোবর, ২০১৯

দীপন হত্যা মামলার বিচার শুরু

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আটজনের বিরুদ্ধে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়ছল আরেফীন দীপন হত্যা মামলায় চার্জ গঠন করা হয়েছে।

ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান রোববার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।।চার্জ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার মো. রুহুল আমীন ।

গত ১৯ মার্চ সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান চার্জশিট আমলে নিয়ে ১১ জনকে অব্যাহতি দেন। সেদিন এ মামলার পলাতক আসামি জিয়াউল হক ও আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান গত ২০১৮ সালের ১৫ নভেম্বর আদালতে সন্ত্রাসবিরোধী আইনে চার্জশিট দাখিল করেন । চার্জশিটে আটজনকে অভিযুক্ত ও ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দীপন হত্যা,বিচার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close