reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি, ২০১৯

জামিন পেলেন ভিকারুননিসার ২ শিক্ষক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলার দুই শিক্ষকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে দুই শিক্ষক আইনজীবী বাহাউদ্দিনের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী প্রত্যেককে ৫ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন—অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও জিন্নাত আরা। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

অরিত্রীর আত্মহত্যায় ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে গত ৪ ডিসেম্বর মামলা দায়ের করেন। মামলায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখাপ্রধান জিন্নাত আরা ও শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে আসামি করা হয়। মামলা দায়েরের পর ৫ নভেম্বর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ৯ ডিসেম্বর জামিন পান হাসনা হেনা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক,জামিন,ভিকারুননিসা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close