reporterঅনলাইন ডেস্ক
  ২৪ ডিসেম্বর, ২০১৮

ফারুকের প্রার্থিতা বাতিলে পার্থর রিট

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন বেঞ্চে বিজেপি চেয়ারম্যান পার্থের আবেদন নিয়ে আংশিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী।

পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, ‘ফারুক ঋণখেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণখেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনো আদেশ হয়নি।’

আইনজীবী আরও বলেন, ‘ফারুক হলফনামায় বলেছেন, “ঋণ পুন:তফসিলের আবেদন করা হলেও ব্যাংক কী করেছে আমার জানা নেই।” অর্থাৎ তিনি ঋণখেলাপি।’

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফারুক,প্রার্থিতা বাতিল,পার্থ,রিট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close