reporterঅনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর, ২০১৮

আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে নেওয়া হচ্ছে না। জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ-আল-হারুন। সোমবার সকালে তিনি বলেন, উনি অসুস্থ, কোর্টে যাবেন না।

কারা কর্তৃপক্ষ বারবার বেগম জিয়াকে আদালত কক্ষে নিতে ব্যর্থ হওয়ায় তার অনুপস্থিতিতেই এ মামলার শেষ দিকের কার্যক্রম চালিয়ে নেয় আদালত। কয়েকটি ধার্য তারিখে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন না করায় বিচারক গত ১৮ অক্টোবর এ মামলার বিচারিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করে ২৯ অক্টোবর রায়ের দিন রাখেন।

ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের সোমবার বেলা ১১টার পর কোনো একসময় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো অস্থায়ী এজলাস থেকে এ মামলার রায় ঘোষণা করবেন।

জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে সোয়া তিন কোটি টাকা লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় সর্বোচ্চ সাত বছর সাজা হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ এ মামলার চার আসামির। রায় ঘিরে ইতোমধ্যে ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিচারকও আদালতে উপস্থিত হয়ে খাস কামরায় অবস্থান করছেন বলে জানা গেছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খালেদা জিয়া,আদালত,জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close