reporterঅনলাইন ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর, ২০১৮

গ্রেনেড হামলা : আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ আগামীকাল

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলা মামলায় আগামীকাল মঙ্গলবার আসামীপক্ষে যুক্তিতর্ক শেষ হচ্ছে।

এ পর্যন্ত মামলায় ৪৪ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে। কাল আসামী লুৎফুজ্জামান বাবরের পক্ষে আইনি পয়েন্টে যুক্তি পেশের মধ্যদিয়ে আসামীপক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হবে। আসামি বাবরের পক্ষে সাক্ষ্য তথ্য-প্রমাণের (ফ্যাক্টস) ভিত্তিতে যুক্তিতর্ক উপস্থাপন ২৯ আগস্ট শেষ হয়েছে। বাবরের আইনজীবী নজরুল ইসলাম বলেন, কাল মঙ্গলবার তার মক্কেল বাবরের পক্ষে যুক্তিতর্ক পেশ সমাপ্ত হবে।

রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে একুশে আগস্টের ঘটনায় আনা পৃথক মামলায় একইসঙ্গে বিচার চলছে।

এ মামলার প্রসিকিউশনের অন্যতম সদস্য আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল জানান, ২১ আগস্টের ঘটনায় পৃথক মামলায় মোট আসামীর সংখ্যা ৫২ জন। এর মধ্যে ৩ জন আসামির অন্য মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের মামলা থেকে বাদ দেয়া হয়েছে।

৩ আসামি হলেন—জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান ও শরীফ সাহেদুল আলম বিপুল। এখন ৪৯ আসামির বিচার চলছে। এরমধ্যে এখনো ১৮ জন পলাতক। আসামিদের মধ্যে ৪৫ জনের যুক্তিতর্ক পেশ হবে। ইতোমধ্যে ৪৪ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গ্রেনেড হামলা,যুক্তিতর্ক,২১ আগস্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close