সিলেট প্রতিনিধি

  ০৪ এপ্রিল, ২০১৮

সিলেটে মা-ছেলে হত্যা : নাজমুল ৭ দিনের রিমান্ডে

সিলেটের মিরাবাজারে নিজ শয়ন কক্ষে খুন হওয়া পার্লার ব্যবসায়ী রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলাম রোকন হত্যা মামলার ঘটনায় গ্রেফতারকৃত নাজমুল হোসেনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালত বিচারক আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর অগে বুধবার দুপুরে তাকে আদলতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গৌসুল হোসেন। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে সিলেটের বটেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমুল হোসেন সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়নের সাবেক মেম্বার ও মুক্তিরচকের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।’

এদিকে বুধবার দুপুরে সিলেট কোতোয়ালী মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত নাজমুল আবাসন ব্যবসার সাথে জড়িত। সে ওই ডাবল মার্ডারের সাথে জড়িত বলে বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার দিন তার অবস্থান ঘটনাস্থলের আশেপাশেই ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানায়, নিহত রোকেয়ার সাথে নাজমুলের পরিচয় অনেক দিনের। তারা দুজন মিলে একটি পার্লার করার কথা ছিল এজন্য রোকেয়ার কাছ থেকে সে টাকাও নিয়েছে।

সিলেট নগর পুলিশের সহকারী কমিশনার (এসি) গোলাম দস্তগির বলেন, পেশায় রিয়েল এস্টেট ব্যবসায়ী নাজমুল। শাহপরান এলাকায় অ্যাচিভমেন্ট রিয়েল এস্টেট নামে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত সে। রোকেয়ার সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক ছিলো। হত্যাকান্ডের দিন ওই এলাকায় তার অবস্থান করার তথ্য প্রমাণ মিলেছে। তবে সে সরাসরি হত্যায় জড়িত কি-না, এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরো জানান, নিহত রোকেয়ার মেয়ে রাইসাকে নাজমুলের ছবি দেখানোর পর সে তাকে চিনেতে পেরেছে। তবে হত্যাকান্ডে কতোজন জড়িত এ বিষয়ে সে কিছুই জানায়নি।

গত রোববার নগরীর মিরাবাজার খাঁরপাড়া ‘মিতালী ১৫/জে’ বাসার নিচতলা থেকে রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৭) মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় নিহতের মেয়ে রাইসাকে (৫) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। রোকেয়া বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর কলকলি গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। স্বামীর সাথে সম্পর্কের টানাপোড়নে বছর খানেক ধরে দুই সন্তানসহ ওই বাসায় ভাড়াটে থাকতেন রোকেয়া।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হত্যা,রিমান্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist