reporterঅনলাইন ডেস্ক
  ০১ নভেম্বর, ২০১৮

কানাডার টরন্টোতে নবান্ন উৎসব

ইউরোপের দেশ কানাডা চার ঋতুর দেশ। সেখানে হেমন্ত নেই। কিন্তু বাঙালিরা হেমন্ত পালন করে, পালন করে নবান্ন উৎসব। গত ২৭ অক্টোবর টরন্টোয় অনুষ্ঠিত হলো জমজমাট নবান্ন উৎসব।

৯ ডজ রোডের রয়েল কানাডিয়ান লিজিওন হলে বিকেল ৪টায় এই উৎসব আয়োজন করে প্রত্যয়। বিদেশের মাটিতে স্বদেশের সেই স্বাদ পাইয়ে দিতে কাজ করছে ‘প্রত্যয়’। বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার পাশপাশি ছড়িয়ে দিচ্ছে পরবর্তী প্রজন্মের মাঝে। এই আয়োজনে ছিল নাচ-গান, মজাদার খাবার এবং বাহারী পিঠা। উৎসবে সঙ্গীত পরিবেশন করেন মুন্নি, সুনীতি ও মৌসুমি। নৃত্যকলা কেন্দ্রের নাচ পরিবেশনায় ছিলেন রাইসা ও হৃদি। এছাড়া ছিল প্রত্যয় ফ্যাশন শো।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা আহমেদ। নবান্ন উৎসবে সবাইকে স্বাগত জানান সংগঠনের সভাপতি রফিক পাটোয়ারি এবং সাধারণ সম্পাদক কামরু ভুঁইয়া।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কানাডা,টরন্টো,নবান্ন উৎসব
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close