reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জুন, ২০১৭

প্রতিবাদে ১ ঘণ্টা সড়ক অবরোধ

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে পিকআপ ভ্যানের চাপায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ত্রিশাল উপজেলার কাজীরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রতিবাদে প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। নিহতরা হলেন-ওই উপজেলার নঁওদার গ্রামের আব্দুস সোবাহান (৫৬) ও তার নাতনি সুমি আক্তার (১১)। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, সকালে এক ব্যক্তি তার নাতনিকে সঙ্গে নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। পথে ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে এক প্রায় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ওসি জানান, শিশুটিকে নিয়ে বয়স্ক ব্যক্তিটি রাস্তা পার হচ্ছিলেন। এই সময় দ্রুতগতিতে এসে পিকআপ ভ্যানটি তাদের চাপা দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি জানান, প্রতিবাদে সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে আবার যান চলাচল শুরু হয়েছে। পিকআপ ভ্যান ও চালকের খোঁজ পাওয়া যায়নি।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,ত্রিশাল,সড়ক অবরোধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist