reporterঅনলাইন ডেস্ক
  ২৭ মে, ২০১৭

ভাস্কর্য সরানোর প্রতিবাদ : নন্দীসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ ১৪০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছে।

শুক্রবার রাতে লিটন নন্দীর বিরুদ্ধে এ মামলা করা হয়। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।িএ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা আবুল হোসেন।

তিনি বলেন, শুক্রবার রাতে লিটন নন্দীর বিরুদ্ধে এ মামলা করা হয়। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাকে মামলা দেয়া হয়েছে। শনিবার সকালে তাকে কোর্টে পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিলকারীদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ, দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

শুক্রবার বেলা ১১টায় ছাত্র-জনতার ব্যানারে ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন প্রগতিশীল বাম ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল বের করে।

মিছিলটি শিক্ষাভবনের কাছে গেলে পুলিশ তাদের সামনে যেতে বাধা দেয়। এক পর্যায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন।

এসময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ কয়েকজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানো হয়। রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে ভাস্কর্যটি কয়েক মাস আগে দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর থেকেই হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দল ভাস্কর্যটি সরানোর জন্য নানা আন্দোলন করে আসছিল। একই সঙ্গে সরকারের ওপরও চাপ তৈরি করে তারা।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাস্কর্য,প্রতিবাদ,নন্দী,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist