ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

  ০৭ নভেম্বর, ২০১৯

জেএসসি পরীক্ষা

নকল সরবরাহের দায়ে শিক্ষক বরখাস্ত

ভেড়ামারার শিক্ষক আবদুল মোনায়েম

কুষ্টিয়ায় ভেড়ামারায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ ও প্রাইভেটের ছাত্রকে সহযোগিতার দায়ে এক শিক্ষককে বরখাস্ত ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার উপজেলার হালিমা বেগম একাডেমি কেন্দ্র পরিদর্শনকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ এই সাজা দেন। সাজাপ্রাপ্ত শিক্ষকের নাম এস এম আবদুল মোনায়েম। তিনি উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

ইউএনও সোহেল মারুফ বলেন, ওই শিক্ষক পরীক্ষা চলাকালীন দায়িত্বরত ছিলেন। পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে নকল সরবরাহ করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলি। পরে তাকে হল থেকে সাময়িক বরখাস্ত, ২০ হাজার টাকা জরিমানা এবং এ বছরের জেএসসি পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেএসসি পরীক্ষা,জরিমানা,ভেড়ামারা,বরখাস্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close