reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০১৯

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে তারাকান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল করিম (৪৫) আন্তজেলা মাদক কারবারি দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তিনি তারাকান্দার নলচাপড়ার আব্বাস আলীর ছেলে।

ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে ডিবির দুইটি দল তারাকান্দা থানা এলাকায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালানোর সময় গোপন সংবাদে জানতে পারে আন্তজেলা সংঘবদ্ধ মাদক কারবারিরা মাদক বিক্রি করছে।

তিনি জানান, তারা ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে। গুলিতে এক পুলিশ সদস্য আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে আব্দুল করিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। অন্যরা পালিয়ে যায়।

ওসি শাহ কামাল জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২শ' গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আব্দুল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের বিরুদ্ধে ১৩টি মাদকের মামলাসহ পনেরটির বেশি মামলা আছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,বন্দুকযুদ্ধ,মাদক কারবারি নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close