reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুলাই, ২০১৯

বিমানের এমডিসহ ৫ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সোমবার সকাল সাড়ে ৯টায় দুদক প্রধান কার্যালয়ে সংস্থাটির অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে গত ২৩ জুলাই চিঠি দিয়ে তাদের তলব করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফারহাত হাসান জামিল ছাড়াও বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদ, চিফ ফিন্যানশিয়াল অফিসার বিনীতি সুধ, পরিচালক (মার্কেটিং এন্ড সেলস) মো. আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, একই ঘটনায় গতকাল বিমানের তিন পরিচালকসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ মোট ১০ জনকে তলব করে দুদক। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,দুদক,জিজ্ঞাসাবাদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close