reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৯

কুষ্টিয়ায় ত্রিমুখী ‌বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

কুষ্টিয়ায় দু’দল মাদক কারবারি ও পুলিশের সঙ্গে ত্রিমুখী বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে সদর উপজেলার হরলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক কারবারি। তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। রফিক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের মৃত মহন মণ্ডলের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, শুক্রবার রাতে হরলা এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে-এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে সবাই পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রফিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহত ব্যক্তি পরিবহন শ্রমিক পরিচয়ের আড়ালে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে কুষ্টিয়ার বিভিন্ন থানায় ২টি অস্ত্র ও একাধিক মাদক মামলা রয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,বন্দুকযুদ্ধ,মাদক কারবারি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close