টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ১২ জুলাই, ২০১৯

টঙ্গীতে স্কুলছাত্র শুভ হত্যায় কিশোর গ্যাং

গ্রেফতার ৪ কিশোর

গাজীপুরের টঙ্গীতে ফিউচার ম্যাপ স্কুলের নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্র শুভ আহম্মেদ সানি (১৬) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, মামলার প্রধান আসামি মৃদুল হাসান পাপ্পু (১৭), সাব্বির আহম্মেদ (১৬), রাব্বু হোসেন রিয়াদ (১৬) ও নূর মোহাম্মদ রনি (১৬)।

শুক্রবার দুপুরে র‌্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল সারোয়ার বিন-কাশেম জানান, গ্রেফতারকৃতরা টঙ্গীতে নবগঠিত একটি গ্যাং গ্রুপের সদস্য।

ঘটনার একদিন পূর্বে স্কুলটির পক্ষ থেকে শিক্ষা সফরে যায় শিক্ষার্থীরা। শিক্ষা সফর শেষে পাপ্পু ও তার বান্ধবি বাসের পাশাপাশি সিটে বসলে শুভ মোবাইল ফোনে তাদের ছবি তুলে। এতে পাপ্পু ক্ষিপ্ত হয়ে শুভকে মারধর করে। এরই একদিন পর পূর্ব পরিকল্পিতভাবে শুভকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়।

ওই ঘটনায় নিহত শুভর পিতা রাজু আহম্মেদ বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কিশোর গ্যাং,টঙ্গী,স্কুলছাত্র হত্যা,র‌্যাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close