ফরিদপুর প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

ফরিদপুরে অনলাইনে ভুয়া প্রশ্ন বিক্রি, কিশোর আটক

ফরিদপুর শহরের লক্ষীপুর এলাকা থেকে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন অনলাইনে বিক্রির অভিযোগে ১ কিশোরকে আটক করেছে র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানীর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।

আটক কিশোরের নাম লিপসন ইসলাম কলিন্স (১৫)। সে শহরের গুহ লক্ষীপুর এলাকার প্রবাসী মো. সাফায়েত তালুকদারের ছেলে। কলিন্স ফরিদপুর শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, এ বছর কোথাও এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। এরপরও একটি প্রতারক চক্র ফেসবুকে একাধিক পেজ খুলে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে।

গোপন সংবাদে এমন তথ্য পেয়ে অভিযানে নামে র‌্যাব। অভিযানে রোববার গভীর রাতে ফরিদপুর শহরের লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে কলিন্সকে আটক করা হয়।

আটককৃতকে ফরিদপুর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে জানিয়ে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, অস্ত্র, মাদক ও জঙ্গী বিরোধী অভিযানের পাশাপাশি এ ধরনের সকল প্রতারণা চক্রের বিরুদ্ধেও র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভুয়া প্রশ্ন,র‌্যাব,কিশোর আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close