চট্টগ্রাম ব্যুরো

  ২২ জানুয়ারি, ২০১৯

ইয়াবাসহ সাবেক বিমানবালা ও রোহিঙ্গা তরুণ আটক

চট্টগ্রাম নগরীতে আলাদা অভিযানে ইয়াবাসহ সাবেক এয়ার হোস্টেস ও রোহিঙ্গা তরুণসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে ৮ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করে র‌্যাব। আটক ব্যক্তিরা হলো, একটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার সাবেক বিমানবালা স্মৃতি আক্তার (২৪) ও তার বন্ধু জুবায়ের উদ্দিন (২৮)।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, চট্টগ্রাম রেল স্টেশন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। তারা ইয়াবা নিয়ে কক্সাবাজার থেকে চট্টগ্রামে এসে ট্রেনে করে ঢাকা যাচ্ছিলেন। স্মৃতি থাকেন ঢাকার উত্তরায়। আর জুবায়েরের বাড়ি কক্সবাজারে।

এদিকে মঙ্গলবার সকালে নগরীর ডবলমুরিং থানার দেওয়ান হাট এলাকা থেকে শাকের (২৪) নামে এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তার কাছ থেকে আড়াই হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক শাকের কক্সবাজারের উখিয়া বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম মেট্টো) শামীম আহমেদ জানান, শাকের কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে নগরীতে এসেছিল। রিকশা করে দেওয়ান হাট এলাকার দিকে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ইয়াবাগুলো পাওয়া যায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,ইয়াবা,বিমানবালা,র‌্যাব
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close