হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৯ আগস্ট, ২০১৮

হালুয়াঘাটে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

ময়মনসিংহের হালুয়াঘাটে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় ৩ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. শামছুদ্দিনকে প্রধান করে মোট ১২ জনকে আসামী করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেছে নিহত নাফিআল নাজরানের পিতা নাজমুল হুদা। ওয়ার্ড কাউন্সিলর শামছুদ্দিনের নির্দেশেই নাজরানকে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় অন্য আসামীরা হলেন—রাকিবুল ইসলাম সুমন (১৬), সিয়াম আহমেদ (১৫), মেহেদী হাসান হিমেল (১৫), অয়ন হাসান (১৬), ছাইফুল ইসলাম সোলায়মান (১৫), আশিষ (১৬), তাজ (১৬), সোহাগ (১৫), আলামিন (১৬), সানি (১৬) ও রুকন (১৬)।

আসামী সকলেই দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় আটককৃত চারজনকে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়। গত ১৭ আগস্ট রাতে ফেসবুক স্ট্যাটাসের অশ্লীল মন্তব্যের প্রতিবাদ করায় নাফিআল নাজরানকে পিটিয়ে হত্যা করা হয়। ময়নাতদন্ত শেষে ১৮ আগস্ট সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে নাজরানের দাফন সম্পন্ন হয়। হালুয়াঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, মামলায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হালুয়াঘাট,পিটিয়ে হত্যা,মামলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close