reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০১৮

বিমানকর্মীর জুতায় প্রায় পাঁচ কেজি সোনার বার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিমানকর্মীর জুতার ভেতর থেকে প্রায় পৌনে পাঁচ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করে।

আটক মোস্তফা কামাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতা কর্মী।

প্রিভেনটিভ টিমের প্রধান ও ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জানুয়ারি বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের দাম আনুমানিক ২ কোটি ৩২ লাখ টাকা। তার পরনে জুতার মধ্যে চল্লিশটির মতো স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন চার কেজি ৬৫০ গ্রাম।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, অাটক মোস্তফার বিরুদ্ধে অাইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ,সোনার বার,স্বর্ণ উদ্ধার,বিমানকর্মী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist