মুকুল মাসুদ, গাইবান্ধা

  ১৬ জুলাই, ২০১৭

ত্রাণমন্ত্রীর গাইবান্ধার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন

গাইবান্ধার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রোববার দুর্গত এলাকা পরিদর্শন যাওয়ার আগে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচানা সভায় মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সবধরনের প্রস্তুতি এবং বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। সুতরাং ত্রাণ বিতরণে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবে না। ইনশাল্লাহ বন্যার্ত একটি মানুষও না খেয়ে মারা যাবে না।

ত্রাণমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময়কালে যখনই দেশে বড় কোন দুর্যোগ দেখা দিয়েছে, তখনই সরকার অত্যান্ত সাফল্যের সাথে দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বন্যার্তদের পাশে দাঁড়াতে তিনি জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় আওয়ামী দলীয় নেতাকর্মীদের আহবান জানান।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক মো.রিয়াজ আহমেদ প্রমুখ।

সভা শেষে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ফুলছড়ি উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মায়া,বন্যা দুর্গত এলাকা,পরিদর্শন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist