মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

  ০৫ এপ্রিল, ২০২৪

মাধবদীতে পুলিশের হাতে ভুয়া র‌্যাব কমান্ডার আটক

ছবি: প্রতিদিনের সংবাদ

নরসিংদীর মাধবদী পৌরসভার সামনে থেকে র‌্যাব পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গতকাল বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, থানা এলাকার ছোট গদাইরচর মাধবদী পৌরসভার সামনে বৃহস্পতিবার বিকেল ৩টায় মোটরসাইকেল চালককে থামানোর সিগন্যাল দেন দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় মোটরসাইকেল আরোহী নিজেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে পকেটে থাকা আইডি কার্ড প্রদর্শন করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তার কথাবার্তায় অসঙ্গতি মনে হলে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া আইডি কার্ড দেখিয়ে র‌্যাব পরিচয় দিয়ে আসছে সে।

আটক ব্যক্তিরা হলেন- নরসিংদী সদর থানার শেখেরচর এলাকার বাসিন্দা আল আমিন (২৯) ও রহমত উল্লাহ (২৩)। এ সময় তাদের কাছে র‌্যাব পরিচয় বহনকারী একটি আইডি কার্ড ও একটি মোটরসাইকেল পাওয়া যায়। পরে উভয় আসামির নামে প্রতারণার মামলা রুজু করা হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,মাধবদী,ওসি,ভুয়া,র‌্যাব,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close