হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

হাটহাজারীতে মারধরে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীতে চোর সন্দেহে উত্তেজিত জনতার মারধরে আসাদুজ্জামান রাহাত (২২) নামের যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার নুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাহাতের বাবা সালামত উল্লাহ টিপু বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন বলে এ তথ্য নিশ্চিত করেন হাটহাজারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

জানা যায়, রাহাত পৌরসভার আলীপুর গ্রামের বদুচৌধুরী বাড়ির টিপুর ছেলে। রাহাত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার নুর মসজিদের পাশের মাও. হাবিবুল্লাহর বাড়িতে চুরি করতে গেলে উত্তেজিত জনতা তাকে ধরে মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে পাঠায়। রাহাত একজন পেশাদার চোর ছিল বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা জানান, একজনকে সকালে জরুরী বিভাগে আনা হয়েছিল তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

হাটহাজারীর থানার ওসি মনিরুজ্জামান এ বিষয়ে জানান, রাহাত একজন পেশাদার চোর ছিল। একাধিকবার তাকে চুরির মামলায় আটক করা হয়েছিল বলেও জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,হাটহাজারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close