মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি, ২০২৪

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে দোকানে জরিমানা

ছবি: প্রতীকি

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও অনুমোদনহীন পণ্যসামগ্রী ব্যবহার করারসহ নানা অনিয়মের অভিযোগে হাজী রেস্তোরা ও ফাস্টফুড নামের এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সোমবার দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বর এলাকায় অভিযানে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

মুন্সীগঞ্জের জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মারুফা হক জানান, সকাল থেকে শহরের প্রাণকেন্দ্র থানারপুল চত্বরে সামনের হাজী রেস্তোরা ও ফাস্টফুডে অভিযান চালানো হয়। এ সময় অপরিষ্কার পরিবেশে খাবার তৈরি করা, একই তেল বারবার ব্যাবহার, অনুমোদনহীন ও নিম্নমানের পণ্যসামগ্রী খাবারে ব্যাবহার করা করা হচ্ছে। যেগুলো মানব দেহের জন্য ক্ষতিকর। এ ছাড়া প্রতিষ্ঠানের নিবন্ধন না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় পুলিশের পাশাপাশি অভিযানে সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের সেনেটারী ইন্সপেক্টর গাজী আমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা বলেন, আমরা ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত রাখবো।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুন্সীগঞ্জ শহর,সুপার মার্কেট চত্বর এলাকা,অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close