সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

সাতকানিয়ায় অস্ত্র-গুলিসহ মামলার আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের সাতকানিয়ায় একাধিক মামলার আসামি তানভিরুল ইসলাম তুর্কি (২৬) কে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে উপজেলা ৫ নম্বর ওয়ার্ডের মাইজ পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার তুর্কি মাইজ পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে মাইজ পাড়া এলাকার পুড়া মসজিদ এলাকায় একটি ক্রিকেট মাঠে তুর্কিসহ বেশ কয়েকজন তার সঙ্গী ক্রিকেট খেলছিল। ওই সময় মাঠের পাশে দুইজন ব্যক্তির মাঝে ঝগড়া পরবর্তী মারামারির ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুর্কি এবং তার সঙ্গীদের ধাওয়া করে তুর্কিকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় এলজি ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউল হক চৌধুরী বলেন, তুর্কিকে একটি এলজি বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। জব্দ হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে নতুন মামলা দায়ের করে শনিবার আদালতে পাঠানো হবে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রামের সাতকানিয়ায়,মামলার আসামি,মাইজ পাড়া,
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close