হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

হালুয়াঘাটে

পল্লী বিদ্যুতের লোডশেডিং বন্ধে কৃষকদের মানবন্ধন

ছবি: প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের হালুয়াঘাটে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পল্লী বিদ্যুতের ব্যাপক লোডশেডিং হয় অভিযোগ কৃষকদের। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পল্লী বিদ্যুতের হালুয়াঘাট জোনাল অফিসের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আবু সাঈদ, আক্তার হোসেন, রাসেদুল, শাহজালাল, সিরাজ উদ্দিন, আবুল কাশেম ফজলুল হক, রেজাউল করিম, তানভীর আহমেদ প্রমূখ। পরে পল্লী বিদ্যুতের হালুয়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার মো. ইমরান হোসাইন বলেন, হালুয়াঘাটে বিদ্যুতের মোট চাহিদা ২০ মেগাওয়াট। অথচ আমরা পাচ্ছি ৪ থেকে ৫ মেগাওয়াট যার কারণে ২-৩ ঘন্টার বেশি বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছেনা। আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,হালুয়াঘাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close