প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে সংবাদমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে জেলার স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) রংপুরের আয়োজনে এ মতবিনিময় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস রংপুরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মামুন অর রশিদ। সম্মানিত অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মো. আলমগীর কবির। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুসহ অন্যরা।

গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচ উপজেলার পূর্ববালিঘাটা এলাকা হতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান র‌্যাব-৫-সিপিসি ৩, জয়পুরহাট। গ্রেপ্তার কিশোররা হলেন টুটুল মিয়া, আরিফুর রহমান টিটু, শ্রী জনি রায়, কাওসার মন্ডল, শ্রী উজ্জল রায়, ও নাজমুল হাসান। র‌্যাব জানিয়েছে, সারা দেশে কিশোর গ্যাং কালচার ভয়াবহ আকার ধারণ করেছে। প্রভাবশালীদের প্রশ্রয়ে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

পুরস্কার বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা কালেক্টরেট স্কুলের নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা কালেক্টরেট স্কুল চত্বরে এ আয়োজন করা হয়। কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আতিকুর রহমান এবং গীতা রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, আমন্ত্রিত অতিথি, শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এ এম সালাউদ্দিনসহ অন্যরা।

রেলমন্ত্রীকে সংবর্ধনা

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা, কালুখালী ও বালিয়াকান্দী উপজেলার মাদরাসা শিক্ষক এবং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পাংশা জর্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। হোগলাডাঙ্গী এম আই কামিল মাদরাসার মাবেক অধ্যক্ষ মীর মো. আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

ব্যবস্থাপনা কর্মশালা

চিলমারী প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি (প্রভাতী) প্রকল্পের অধীনে হাটবাজার হস্তান্তর, পরিচালনা ও ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চিলমারীর উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ে এ কর্মশালা হয়। এ সময় উপজেলা প্রকৌশলী মো. ফিরোজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম, প্রভাতি প্রকল্প কুড়িগ্রামের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. সাব্বিরুল ইনামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পিঠা উৎসব

শিবচর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। বৃহস্পতিবার সকালে নন্দকুমার মডেল ইনস্টিটিউটের দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা আল মামুন। বিদ্যালয় প্রাঙ্গণে ৮টি স্টলে দেখা মিলে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নৌকা, কাটা পিঠা, ঝুরি, পাটিসাপটা, ঠোস পিটা, চিতই, সইপিঠাসহ বাহারি রকমের পিঠা। পরে পাশে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close