গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

দৌলতদিয়ায় বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান

ছবি: প্রতিদিনের সংবাদ

রাজবাড়ীর দৌলতদিয়া বাসটার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাসটার্মিনাল এলাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এর নের্তৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় বাসটার্মিনাল এলাকায় বেশকিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।

ঈমান বিশ্বাস নামে এক টং দোকানদার বলেন, ‘বাসটার্মিনালের পাশে ছোট একটি টং দোকান দিয়ে পরিবার চালাই। কোনো নোটিশ ছাড়াই দোকানটি ভেঙে দিল।’

আরেক দোকানদার মিলন খান বলেন, ‘কোনো নোটিশ ছাড়া দোকান ভেঙে দিল। কাল যে খাবো এক কেজি চাল নাই আমার ঘরে।’

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, দৌলতদিয়া টার্মিনাল এলাকায় বিআইডবি¬উটিএর জমিতে অবৈধভাবে শতাধিক স্থাপনা গড়ে ওঠে। সরে যাওয়ার জন্য বিআইডব্লিউটিএ বেশ কয়েক বার তাদের নোটিশ দিয়েছে। কিন্তু তারা না মানায় বিআইডবি¬উটিএ অভিযান পরিচালনা করেছে।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. মকবুল হোসেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজবাড়ী,গোয়ালন্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close