খাগড়াছড়ি প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৪

ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা, নিখোঁজ এক 

ছবি: প্রতীকি

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুরছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিখোঁজ রয়েছে একজন। গতকাল বধুবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চকামা (৫৩)। এ ঘটনায় ত্রিপন চাকমা (৩৫) নামে আরো এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ রয়েছে। ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজ যাওয়ার পথে সকাল সাড়ে ৭টার দিকে ঠ্যাঙাড়ে বাহিনীরা অতর্কিত গুলি করে। এ সময় ঘটনাস্থলে ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা ও বিমল চকামা নিহত হন। এ ঘটনায় ত্রিপন চাকমা আরো একজন নিখোঁজ রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, দুই জনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ির মহালছড়ি,ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট,গুলি করে হত্যা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close