কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২৪

গাজীপুরের কালীগঞ্জ

স্কুল মাঠে মাছের মেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ

ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ছাড়াই বিদ্যালয় মাঠে শুরু হওয়া মাছের মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চবিদ্যালয় মাঠের ওই মেলা বন্ধ করা হয়।

জানা গেছে, পৌষ সংক্রান্তি উপলক্ষে চুপাইর উচ্চবিদ্যালয় সংলগ্ন বিনিরাইল গ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলা বসে। পরে এটি ভাগ হয়ে একটি অংশ স্কুল মাঠ দখল করে মাছ ও অন্যসামগ্রী নিয়ে সপ্তাহব্যাপী মেলার বসায়।

জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান ফারুক মাস্টার বলেন, ‘এই মেলা আমাদের বহুদিনের ঐতিহ্য। তবে স্কুল মাঠে মেলা হওয়ায় দুদিনে শেষ হয়ে গেছে।’

চুপাইর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ বলেন, ‘পৌষ সংক্রান্তিতে মাছের মেলা উপলক্ষে সোম ও মঙ্গলবার স্কুল মাঠে মেলা চলেছে। আজকে (বুধবার) সকাল থেকে মেলায় আসা দোকানীরা ভেঙে নিয়ে যাচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান বলেন, ‘বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শুধু এই মেলা না, এ ধরণের বেআইনি কাজ যারা করবে তাদের বিরুদ্ধেও প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,কালীগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close