বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২৪

বিজয়নগরে অগ্নিকাণ্ডে ১০ দোকান ছাই

ছবি: প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়েছে। গত বুধবার দুপুরের দিকে উপজেলার মির্জাপুর মোড়ে ডা. সন্তোষ দাসের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, এ ঘটনায় মার্কেটটিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্সি অফিস থাকায় গুরুত্বপূর্ণ অনেক পার্সেল পুরে ছাই হয়ে যায়। এছাড়াও মার্কেটে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান, দুইটি বিকাশের দোকান, একটি ইলেকট্রনিকের দোকান, দুইটি মুদি দোকান, একটি কনফেকশনারির দোকান ও নতুন একটি সিএনজি পুরে ছাই হয়ে যায়। আশেপাশের আরো কয়েকটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। সহযোগিতার ব্যাপারে নির্দেশনা আসলে সহযোগীতা করা হবে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর,১০ দোকান ছাই
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close